Hot post

3/recent/ticker-posts

What are the benefits of social media marketing?

What are the benefits of social media marketing?

There are many benefits of social media marketing compared to real life marketing. The biggest advantage of this is that you can promote any brand, product or service anywhere in the world through online advertising.
In this type of marketing you can reach the buyer in a very short time. It is possible to communicate with the buyer within moments. As a result, you are able to promote your product worldwide in a short period of time.
By following a social media marketing policy, you can promote your product to your target customers. For example, if you are in the business of women's clothing, then social media will give you the opportunity to advertise your product only to women.
Similarly, if you want to sell books, your displayed books will be seen by book lovers. As a result, advertising your product is less likely to reach people who are not interested in your product.
In terms of usage in Bangladesh, Facebook, Instagram and YouTube are ahead in the list of social media. And promoting products or businesses based on all these platforms is now proving to be very profitable.
As a result, people at home can easily see the products and services you are promoting and marketing. And all this will be through internet and social media.
So it's clear that you don't have to rent a store in real life to promote your product or service, you don't even have to go door-to-door with people.
By using a complete virtual business strategy, you can spread your business not only within the country but also abroad. As a result, on the one hand, your customer base is increasing, on the other hand, your company's popularity is spreading worldwide. The existence of your service is being created in the online world.
Now different companies are leaning towards this online based marketing system to expand their business. They are rushing to big platforms like Facebook, Twitter, Instagram or YouTube to promote their services. And for those who are promoting their products on social media, a huge employment is being created for them.
If you can become proficient in social media marketing, then you too can establish a brilliant career in this platform. 

benefits-of-social-media-marketing
What are the benefits of social media marketing?

 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি?

রিয়েল লাইফ মার্কেটিং এর তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা অনেক। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেকোনো ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস বিশ্বের যেকোনো জায়গায় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোশন বা প্রচার করতে পারবেন।
এর ধরনের মার্কেটিং এ খুবই স্বল্প সময়ের মধ্যে আপনি ক্রেতার কাছে পৌঁছে যেতে পারেন। মুহুর্তের মধ্যেই ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। ফলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার পণ‌্যের প্রচারণা বিশ্বব্যপী ছড়িয়ে দিতে সক্ষম।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং পলিসি অনুসরণ করে আপনি আপনার টার্গেট করা কাস্টমারদের কাছেই পণ্যের প্রচারণা করতে পারেন। যেমন আপনি যদি নারীদের পোশাক নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে সুযোগ দেবে শুধুমাত্র নারীদের কাছেই আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে।
একইভাবে আপনি যদি বই বিক্রি করতে চান, আপনার ডিসপ্লে করা বইগুলো বইপ্রেমীরাই দেখবে। ফলে আপনার পণ্যের বিজ্ঞাপন ওই সকল লোকদের কাছে পৌঁছানোর সম্ভবনা কম, যারা আপনার পণ্য সম্পর্কে আগ্রহী নয়।
বাংলাদেশে ব্যবহারের দিক থেকে সোশ্যাল মিডিয়ার তালিকায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অনেকাংশে এগিয়ে আছে। আর এ সকল প্লাটফরমকে কেন্দ্র করে পণ্য বা ব্যবসা প্রচার করাট এখন অনেক লাভজনক প্রমাণিত হচ্ছে।
এর ফলে, ঘরে বসে থাকা লোকেরাও আপনার প্রচার ও মার্কেটিং করা প্রোডাক্ট এবং সার্ভিস অনেক সহজেই দেখে নিতে পারে। আর এ সবকিছুই হবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সুতরাং এটা পরিস্কার যে, আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার জন্য বাস্তব জীবনে কোন দোকান ভাড়া করতে হচ্ছে না এমনকি মানুষের দরজায়-দরজায়ও যেতে হচ্ছে না।
সম্পূর্ণ ভার্চুয়াল বিজনেস স্ট্রাটেজিকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসাকে শুধু দেশেই না বরং দেশের বাইরেও ছড়িয়ে দিতে পারছেন। এর ফলে একদিকে যেমন আপনার ক্রেতা সমাগম বেশি হচ্ছে, অপরদিকে বিশ্বব্যপী আপনার কোম্পানির জনপ্রিয়তা ছড়িয়ে পরছে। অনলাইন জগতে আপনার সেবার অস্তিত্ব তৈরি হচ্ছে।
এখন বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসার প্রসার ঘটাতে অনলাইন ভিত্তিক এই মার্কেটিং ব্যবস্থার দিকে ঝুঁকে পরছে। তারা তাদের সার্ভিসকে প্রোমোট করার লক্ষ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মত বড় বড় প্লাটফরমের দিক ধাবিত হচ্ছে। আর যারা তাদের হয়ে তাদের প্রোডাক্টগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, তাদের জন্য সৃষ্টি হচ্ছে বিশাল এক কর্মসংস্থানের।
আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দক্ষতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনিও এই প্লাটফর্মটিতে উজ্জ্বল একটি ক্যারিয়ার প্রতিষ্ঠিত করতে পারেন।

Post a Comment

0 Comments